বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উপলক্ষে হয়ে গেলো জম কালো মেঘনা প্রিমিয়ার লীগ।

 প্রকাশ: ০৭ মার্চ ২০২০, ০৮:০০ পূর্বাহ্ন   |   অর্থ ও বাণিজ্য


মেঘনা থানা প্রতিনিধিঃ মোঃ তারেক বাবুল।

মেঘনা উপজেলা বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উপলক্ষে হয়ে গেলো জাক জমাট  মেঘনা প্রিমিয়ার লীগ এই খেলায় অংশ গ্রহন করেন মেঘনার আটটি ইউনিয়ন, এর মাধ্যেমে গোবিন্দ ইউনিয়ন  এবং মানিকার চর ইউনিয়ন ফাইনাল নিশ্চিত করে প্রথমে ব্যাট করতে নামে গোবিন্দপুর গ্লাডিয়টরর্স  
গোবিন্দপুর গ্ল্যাডিয়েটরস, 
১৬ ওভারে ২উইকেট ২৬৪ রান সংগ্রহ করে,
 মোঃ মাসুদ রানা একাই করেন
৬০ বলে ২৫টি ছক্কা ও ৫টি চারের সাহায্যে ১৭৬ রান।ম্যান অব ম্যাচ  মাসুদ রানা 
জবাবে ব্যাট করতে নামে মানিকার চর ইউনিয়ন ১৭৯ রান সংগ্রহ করে গোবিন্দ পুর গ্লাডিয়েটর্স ৮৬ রানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়। 
আজকের খেলায়  প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ১ আসনের সংসদ সদস্য মাননীয় এমপি  জনাব সুবিদ আলী ভূইয়া, 
বিশেষ অতিথি, মেঘনা উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, সাবেক ভাইস চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম তাজ, বর্তমান ভাইস চেয়ারম্যান,কুমিল্লা জেলা পরিষদের সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন শিশির,  জনাব মিলন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা দিলারা শিরিন, গোবিন্দ পুর ইউনিয়ন এর সফল চেয়ারম্যান জনাব মাইনুদ্দিন মুন্সি তপন চেয়ারম্যান, মোঃ হারুন রশীদ চেয়ারম্যান, মেঘনা উপজেলা আরো মান্যগন্য ব্যাক্তি বর্গগন জনগনে বড়ে যায় মানিকার ইস্কুলের ঞিকেট মাঠ প্রাঙ্গন।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর: