আমরা ও তো মানুষ আমরা ও তো বাঁচতে চাই

 প্রকাশ: ২১ মার্চ ২০২০, ০৫:১২ অপরাহ্ন   |   অর্থ ও বাণিজ্য


স্টাফ রিপোর্টার

আউয়াল ফকির 


সাম্প্রতিক করোনা ভাইরাস এর প্রভাব ফেলেছে গোটা বিশ্ববাসীর উপরে।

এমনকি স্কুল-কলেজ-মাদ্রাসা সমস্ত স্থল বন্দর বন্ধের ঘোষণা দিয়েছে যে যে দেশের সরকার প্রধান।

সবকিছু বন্ধ হলেও বন্ধ হয়নি বেসরকারি প্রতিষ্ঠান কোম্পানিগুলো।

এমন এক কথা জানান ডেকো  কোম্পানির বর্তমানে এস আর  সাইফুল হোসেন।

সে বর্তমানে রাজৈর থানায় দায়িত্ব পালন করতেছে, ডেকো কোম্পানির এস আর হিসেবে। 

সে সাম্প্রতিক আলোচিত বার্তার এক সাক্ষাৎকারে জানান দেশে সমস্ত কিছু বন্ধ হলেও, বন্ধ হয়নি আমাদের কোম্পানিগুলো।

আমরাও তো মানুষ আমরাও তো বাঁচতে চাই।

তাই সরকারের কাছে বিনীত আবেদন এই যে আমাদের সমস্ত কোম্পানি গুলি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিন।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর: