৩১ মার্চ পর্যন্ত ঢাকায় ভারতীয় সব ফ্লাইট বাতিল।

 প্রকাশ: ২২ মার্চ ২০২০, ০৬:৫৩ অপরাহ্ন   |   অর্থ ও বাণিজ্য


নিজস্ব প্রতিবেদকঃ 

করোনা ভাইরাসের কারণে ভারতীয় সব ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ। ৩১ মার্চ পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে কোনো ফ্লাইট অবতরণ করতে পারবেনা। বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় দূতাবাস।


শনিবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের পররাষ্ট্র দফতরের উক্ত সিদ্ধান্তের কথা জানানো হয়।


এতে বলা হয়, ভারত ছাড়াও বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব, আরব আমিরাত, সিঙ্গাপুর ও কাতারের ফ্লাইটও একইসাথে ঢাকায় স্থগিত করা হয়েছে।


বাংলাদেশে বৈধভাবে অবস্থানরত সকল বিদেশি নাগরিকের ভিসা আরও দুই মাস বর্ধিত করা হয়েছে মর্মে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর: