মেহেদি হাসান মুরাদ ও টিপু সুলতানের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা করা হয়।

সৌদিআরব রিয়াদ প্রতিনিধি,
গত ২০ মে রিয়াদ হারা একটি হল রুমে রিয়াদ ফ্রেন্ডস অফ বাংলাদেশ ও রিয়াদ মহানগর যুবলীগ উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা করা হয়। উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রেন্ডস অফ বাংলাদেশের, সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, সভাপতিত্ব করেন ড.রেজাউল করিম মিলন, সঞ্চালনা করেন মোঃ আরকন শরীফ ও সহিদ মাদবর, বিশেষ অতিথি ছিলেন, গোলাম মহিউদ্দিন, আবদুর রহমান চৌধুরী, ঈসা উল্লা, শওকাত উসমন চৌধুরী, কাজি ওয়েজ, মোঃ নিটোল, মান্নান মাদবর, শেখ সফি, গোলাম সামদানী,মোঃ ফারুক,জসিম ফকির, আমির রাইহান সহ অনেকে। উক্ত আলোচনা সভায় সকলে বলেন মেহেদি হাসান মুরাদ ছিলেন একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তার অভাব কেউ পুরন করতে পারবে না এবং সৈয়দ টিপু সুলতান ছিলেন একজন কঠোর পরিশ্রমই কর্মী। উপস্থিত সকল নেতৃবৃন্দ দোয়া করেন আল্লাহ যেন তাদের দুজনকে জান্নাতবাসি করেন আমিন