উল্লাপাড়া-সলঙ্গাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন নারী নেত্রী সুইটি

 প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৭:২১ অপরাহ্ন   |   সম্পাদকীয়




সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

 সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবণী সুইটি আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে উল্লাপাড়া-সলঙ্গাবাসীকে আন্তরিক ঈদ শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।তিনি বলেন,‘ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।শহরবাসী মানুষ নাড়ীর টানে ফিরে আসেন গ্রামে আপনজনদের কাছে।মিলিত হয় পাড়া প্রতিবেশী,আত্মীয়স্বজনের সাথে।এ দিনে সকল শ্রেণি পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ,সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।ঈদুল আজহার শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক,গড়ে উঠুক সুখী,সমৃদ্ধ বাংলাদেশ-এ প্রত্যাশা করি।

তিনি আরো বলেন,মানুষের মধ্য হতে ‘হিংসা-বিদ্বেশ ও হানাহানি ভুলে সাম্য,মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক।ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক।ব্যক্তি,পরিবার,সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি ও ত্যাগের মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক-এটাই কামনা।হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি,কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক ঈদের দিনে।আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।দয়াময় আল্লাহর কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর জন্য সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।তাই আবারো সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা "ঈদ মোবারক"।

সম্পাদকীয় এর আরও খবর: