বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা: প্রফেসর জাহিদুর রহমান

প্রফেসর জাহিদুর রহমান: শিক্ষক সমাজই একটি জাতির আত্মা। শিক্ষকদের মেধা, নৈতিকতা ও নিষ্ঠার মাধ্যমেই গড়ে ওঠে আলোকিত প্রজন্ম এবং জ্ঞানভিত্তিক সমাজ। একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, বরং শিক্ষার্থীদের মনে জাগিয়ে তোলেন স্বপ্ন, মানবিকতা ও দায়িত্ববোধের শিক্ষা।
এই বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষককে জানাই আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা। আপনাদের অনুপ্রেরণায় আমাদের শিক্ষার্থীরা হবে আগামী দিনের সুনাগরিক, মানবিক ও সৃজনশীল বাংলাদেশ গড়ার কারিগর।
বিশ্ব শিক্ষক দিবস ২০২৫-এর প্রতিপাদ্য ‘শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন’—যা শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষাব্যবস্থার জন্য সহযোগিতার রূপান্তরমূলক সম্ভাবনা তুলে শিক্ষকতাকে সহযোগিতা, ভালোবাসা ও দায়িত্ববোধে পরিপূর্ণ এক মহৎ পেশা হিসেবে পুনর্গঠনের মানবিক সত্তা।
শুভ বিশ্ব শিক্ষক দিবস
প্রফেসর মোহা: জাহিদুর রহমান
ভাইস প্রিন্সিপাল
ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ,
হাউস নং-২৫, রোড নং-৫, সেক্টর-৭, উত্তরা, ঢাকা।