বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাথে সৌদি আরব পূর্বাঞ্চল সাংবাদিক ফোরামের মত বিনিময় অনুষ্ঠিত

 প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ অপরাহ্ন   |   প্রবাস



:বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাবেক প্রতিষ্ঠাতা ও সভাপতি  এন টি ভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চাঁন এর সাথে সৌদি আরব পূর্বাঞ্চল প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও ডিবিসি নিউজের সৌদি আরব প্রতিনিধি এইচ এম হেমায়েতের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামকে আরও শক্তিশালী,সু সংগঠিত ও কার্যকর করে গড়ে তোলা এবং সৌদি আরবে প্রবাসী সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার রক্ষা ও ঐক্য সুদৃঢ় করা। এ সময় উপস্থিত ছিলেন জসিম উদ্দিন হৃদয় নাগরিক টিভি সৌদি আরব প্রতিনিধি ও সাংগঠনিক সম্পাদক সৌদি আরব পূর্বাঞ্চল প্রবাসী সাংবাদিক ফোরাম। ইমন আলী দপ্তর সম্পাদক দৈনিক স্বাধীন কাগজ, আরিফ মৃধা, আনন্দ টিভি সৌদি আরব প্রতিনিধ, মিজানুর রহমান ভূঁইয়া লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর সৌদি আরব প্রতিনিধি। 


মতবিনিময়ে নেতৃবৃন্দ সবাই প্রবাসী সাংবাদিক ফোরামের সাবেক সভাপতির সাথে একাত্মতা পোষণ করেন এবং বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামকে  শক্তিশালী করার লক্ষ্যে পূর্বাঞ্চল প্রবাসী সাংবাদিক ফোরাম বিলুপ্ত করে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আশাবাদ  ব্যক্ত করেন।

প্রবাস এর আরও খবর: