দক্ষিণ সন্দ্বীপ রিয়েল স্টার ক্লাবের ৭ম বর্ষ পূর্তিতে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

 প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ০৩:০৪ পূর্বাহ্ন   |   বিনোদন


পুষ্পেন্দু মজুমদার,

সন্দ্বীপ প্রতিনিধি ঃ


সন্দ্বীপে সামাজিক অঙ্গণে একটি আলোচিত নাম রিয়েল স্টার। রিয়েল স্টার মানে সত্যিকারের তারা ঠিক তেমনি তারার মতো উজ্জ্বল করে জ্বলে ওঠেছে তারা। সন্দ্বীপের সর্বদক্ষিণে গড়ে ওঠে আলো ছড়িয়েছে সন্দ্বীপ ব্যাপি। 

তারুন্য যে সামাজের কর্ণধার সেটাই প্রমাণ করেছে এই সংগঠন। দক্ষিণ সন্দ্বীপের মানুষের সুখ দুঃখের সঙ্গী হয়েছে তারা। স্বজনরা কাদঁলে তারা কেদেঁছে স্বজনরা হাসলে তারা হেসেছে। তারা পাশে ছিল সকল সঙ্কট মূহর্তে। পাশে ছিলো এক উজ্জ্বল তারার মতো।


তারুণ্যর এই স্বপ্নছোয়া সংগঠনের কথা বললে শেষ হবে না। হৃদয় থেকে ভালোবাসা শুধু।

শুভ হক আগামির জন্য। এগিয়ে যাক আলোর দিগন্তে । ছুটে চলুক এক ঝাঁক তরুণের স্বপ্ন নিয়ে।


সেই স্বপ্ন পূরণে পাশে থাকবো আমি ক্ষুদ্র মানুষ ইমন।


শুভেচ্ছান্তে:

আব্দুর রহমান ইমন।

(সমাজের কামলা)

বিনোদন এর আরও খবর: