একদিনে কুষ্টিয়ায় ৩৭ জনের করোনা সনাক্ত।

 প্রকাশ: ২২ জুন ২০২০, ০১:২৫ পূর্বাহ্ন   |   বিনোদন


কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় গত ২৪ নতুন করে আরও ৩৭ জনের কোভিড-১৯ করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আজ, রবিবার রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ, রবিবার (২১ জুন) মোট ২২১ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৮২, মেহেরপুর ২২, চুয়াডাঙ্গা ১৭) মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ১৪ জন, কুমারখালী উপজেলায় ৬ জন, ভেড়ামারা উপজেলায় ৬ জন, দৌলতপুর উপজেলায় ৬ জন ও মিরপুর উপজেলায় ৫ জন মোট ৩৭ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।


মেহেরপুর জেলায় ১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া কুষ্টিয়া সদর উপজেলার ২ জন, ভেড়ামারা উপজেলার ২ জন, দৌলতপুর উপজেলার ১ জন, মেহেরপুর জেলার ১ জন ও চুয়াডাঙ্গা জেলার ৬ জনের মোট ১২ টি ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷


কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্ত ১৪ জনের ঠিকানা সদর হসপিটাল কোয়ার্টার ১ জন, মোল্লাতেঘরিয়া ১ জন, আড়ুয়াপাড়া ৩ জন, সোনালি ব্যাংক ১ জন, হাউজিং ২ জন, পুলিশ লাইন ২ জন, কোর্টস্টেশন ১ জন, কলেজ পাড়া ১ জন ও ঠিকানা উল্লেখ নাই ২ জনের।


কুমারখালী উপজেলায় আক্রান্ত ৬ জনের ঠিকানা বাখই ১ জন, পান্টি ১ জন, নগরসুতা ২ জন, কুণ্ডপাড়া ১ জন, দক্ষিণ ভবানিপুর ১ জন। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৬ জনের ঠিকানা বামুনপাড়া ১ জন, ১৬ দাগ ১ জন, নওদাপাড়া ১ জন, সোনালি ব্যাংক ৩ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৬ জনের ঠিকানা সালেমপুর ১ জন, কইপাল ৩ জন, ফিলিপনগর ১ জন, দৌলতপুর ১ জন। মিরপুর উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা মিরপুর ৩ জন ও বিজিবি ২ জন।

বিনোদন এর আরও খবর: