ঝিকরগাছা বাঁকড়ার ইউপি চেয়ারম্যান নিছার আলীর বিরুদ্ধে এক বিধবা মহিলার জমি দখলের অভিযোগ।

 প্রকাশ: ৩০ জুন ২০২০, ০৬:৩০ অপরাহ্ন   |   বিনোদন


আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ



  যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে জোরপূর্বক বসতভিটার জমি দখল করে রাস্তা নির্মাণ করার সময় বাধা প্রদানে মারপিট, গালিগালাজ ও কলেজ পড়ুয়া ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ এনেছেন এক বিধবা নারী। তিনি ১১নং বাঁকড়া ইউনিয়নের ছোট খলশী গ্রামের মৃত আলিম উদ্দীন মোড়লের স্ত্রী আকলিমা বেগম। এ ব্যাপারে তদন্ত করে রাস্তার কাজ বন্ধের দাবি জানিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন আকলিমা বেগম।

ভুক্তভোগী আকলিমা বেগম জানান, শুক্রবার সকালে বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিছার আলী সরকারি প্রকল্পের টাকায় একটি ইটের ছলিং তার নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে তার প্রতিবেশী ছোট খলশী গ্রামের মৃত আলিম উদ্দীন মোড়লের স্ত্রী আকলিমা বেগমের বসতভিটার ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নেয়ার কাজ শুরু করেন। রাস্তা দিতে অস্বীকার করে চেয়ারম্যানের কাজে বাধা প্রদান করায় চেয়ারম্যান নিছার আলী  তার ভাই মতিয়ার রহমান,ও ভাইপে কাসেম আলী, বিধবা ময়নদ্দিন আকলিমা বেগমকে মারপিট ও গালিগালাজ করেন। আকলিমার মেয়ে তামান্না খাতুন ছুটে এলে তাকেও বেদম মারপিট করে এবং তার গায়ের জামা ও ওড়না ছিড়ে দেয়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করেন।

বিনোদন এর আরও খবর: