মুকসুদপুরে বিষ্ময় বালক - জনপ্রিয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ৩১ তম জন্মদিন।

প্রতিবেদক- মোঃ রফিকুল ইসলাম :
"
১২ জলাই :
ধরনীর বুকে এই দিনটিকে অবিস্মরণীয় করে রেখেছেন
এমন কিছু বীর সন্তানদের মধ্যে রয়েছে :
১! হোসেন কুলি খান(১৫৭৬ সালের এই দিনে বাংলার শাসক হিসেবে নিযুক্ত হন)
২!আলফনসো (১৪৪২ সালের এই দিনে নেপলসের রাজা হন)
৩! জর্জ ইস্টম্যান(১৮৫৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন - আমেরিকান উদ্ভাবক ও ইস্টম্যান কোডাক কোম্পানির প্রতিষ্ঠাতা)
৪!পাবলো নেরুদা (জন্ম-১৯০৪ সালের এই দিনে, সাহিত্যে নোবেল বিজয়ী চিলির বিখ্যাত কবি, কূটনীতিজ্ঞ ও রাজনীতিক)
ঠিক এই দিনেই আরও একজন সফল রাজনীতিবিদের জন্ম যার জন্ম-ই হয়েছে বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন নতুন নতুন রেকর্ড সৃষ্টি করার জন্য !
প্রথম বয়সেই গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন গোপালগঞ্জ-১ আসনের সাংসদ ফারুক ভাইয়ের আস্থা
অর্জন কারী এই বিস্ময় বালকটি । কিভাবে একটি উপজেলার ছাত্রলীগকে নিদারুন ভাবে উজ্জীবিত করে
একই সূতোয় বেঁধে রাখা যায় - সেটা তিনিই সর্বপ্রথম দেখিয়েছেন । এখনো কানতারা খানের(ফারক খানের বড় মেয়ে) একান্ত সহচর ও বিশ্বস্ত নেতা হিসেবে উপজেলা ছাত্রলীগের সকল কার্যক্রম পরিচালনা করে আসছেন ! এসব নিত্য নতুন উদ্যোগ, দায়িত্বের প্রতি একাগ্রতা ও রাজনৈতিক সাধনার প্রতি আকৃষ্ট হয়ে ফারুক ভাই তাকে দিয়ে দেন এক গুরু দায়িত্ব । ২০১৫ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের নৌকার মাঝি !!!
এরপর আর কখনো তাকে পিছনে ফিরে তাকাতে হয় নি ।
হয়তো বিধাতার কাছে এমন একটি সুযোগের অপেক্ষায় - ই
ছিলেন !
ভাবা যায় ..?
নির্বাচনের দিন অর্থাৎ ২৩ মার্চ,২০১৬(২৬ বছর ৮মাস ১১দিন) সালে যেদিন তিনি নির্বাচিত হলেন সেদিন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে রেকর্ড বুকে তার নামটি
ঢুকে যায় !!!
এরপরের ইতিহাসটি সকলের জানা ...
বর্তমান ভাবড়াশুর ইউনিয়নের মা,মাটি ও গণ মানুষের নেতা,,,
নেতৃত্ব,সততা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে
হয়ে উঠেছেন মুকসুদপুরের ১৬ টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে জনপ্রিয় চেয়ারম্যান !
ও হ্যাঁ এতক্ষণ যে বিষ্ময় বালকের কথা বলছিলাম সে আর কেউ নন - "এস,এম রিফাতুল আলম মূসা' !!!
আজ ৩১ তম জন্মদিনে(🎂) পা রেখেছেন এই জনপ্রিয় চেয়ারম্যান !
দক্ষিণ মুকসুদপুর জনগনের প্রানের সংগঠন-মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন"স্বপ্নসারথি ফাউন্ডেশন"- এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সফল এ চেয়ারম্যানের জন্মদিনে ...।
এগিয়ে যাও,,,,,
বাবার(জনাব রবিউল আলম সিকদার-বারবার নির্বাচিত ভাবড়াশুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক) সকল অর্জনকে পিছনে ফেলে রেকর্ডের বরপুত্র হিসেবে !