তৃতীয় জন্মদিনে ছোট্ট সোনামণি মেলিসা হাসান সিলমুন।

প্রতিবেদক - মোঃ রফিকুল ইসলাম :
হাঁটি হাঁটি পা পা করে তৃতীয় জন্মদিনে পা দিয়েছে ছোট্ট সোনামণি মেলিসা হাসান সিলমুন !
বাবা শিহাব হাসান সুজন ও মা শিহাব মেঘনা পারিবারিকভাবে
বিবাহ বন্ধনে আবদ্ধ হন আজ থেকে ঠিক ৪ বছর ১ মাস ৪ দিন আগে অর্থাৎ ২০১৬ সালের ১০ জুন !
বাবা শিহাব হাসান সুজন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার প্রথম ইউনিয়ন বাঁশবাড়িয়ার বাঁশবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন এক মহিয়সী নারীর গর্ভে (কবি-সেলিনা বেগম সেলী,বাংলা একাডেমি থেকে প্রকাশিত বইয়ের সংখ্যা-৪টি)।
বাবা শিহাব হাসান সুজন শিক্ষা জীবনে এস,এস,সি হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে এরপর ঢাকার একটি বেসরকারি পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন কম্পিউটার পরবর্তীতে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি ! স্টুডেন্ট ভিসায় লন্ডনে সুদীর্ঘ প্রবাস জীবনে বি,এস,সি শেষ করে এখন সামিট গ্রুপের আইটি অফিসার হিসেবে ঢাকার কাওরান বাজারের প্রধান কার্যালয়ে কর্মরত আছেন !
মা শিহাব মেঘলা মিরপুর বাঙলা কলেজে হিসাব বিজ্ঞান বিভাগে সম্মান শেষ করেছে ।
তৃতীয় জন্মদিন উপলক্ষে মেলিসাকে শুভকামনা জানিয়ে
বাবা শিহাব হাসান সুজন বলেছেন :"মেলিসা আমাদের প্রথম সন্তান মহান সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা :হে প্রভু তুমি মেলিসাকে দীর্ঘ হায়াৎ দান করুন এবং স্বশিক্ষিত হয়ে সমাজের একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন !