ষাঁড়টি বিক্রি হবে এর মূল্য হবে ১,২৯৯৯৯ শাহী ওয়াল ষাঁড়টির নাম রাখা হয়েছে পাহাড়িকা।

 প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ১২:১১ পূর্বাহ্ন   |   বিনোদন


মোঃ আরিফুল ইসলাম মাটিরাঙ্গা,খাগড়াছড়িঃ


গোমতি ইউনিয়ন এর গড়গড়িয়ার মোঃ আবুল কালাম এর শখের শাহী ওয়াল পাহাড়িকা নামক আদর যত্নে লালন-পালন করা  বিশাল আকৃতির ষাঁড়টিকে কোরবানির জন্য প্রস্তুত করেছেন। বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির কারনে কোরবানির  হাঁটে তুলছেন না আদরের পাহাড়িকাকে। 


মোঃ আবুল কালাম জানান, কেউ যদি কোরবানির জন্য তার আদরের পাহাড়িকা নামক বিশাল আকৃতির ষাঁড়টিকে কিনতে চায় তাহলে যোগাযোগ করার জন্য।

বিনোদন এর আরও খবর: