পল্লী বিদ্যুৎ এর উদ্যোগে জিউধরা ইউনিয়নে এক ফুটবল খেলার আয়োজন করা হয়।

স্টাফ রিপোর্টার, মোঃপলাশ হাওলাদারঃ
আজ মোরেলগঞ্জ উপজেলার ১২ নং জিউধরা ইউনিয়নে ডেউয়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ এর উদ্যোগে এক ফুটবল খেলার আয়োজন করা হয়। উক্ত খেলায় অংশগ্রহণ করেন, ডেউয়াতলা সূর্যমুখী ক্লাব বনাম পল্লী বিদ্যুৎ স্টপ ঢাকা।
উক্ত খেলার শুভ উদ্বোধন করেন ১২ নং জিউধরা ইউনিয়নের আওয়ামীলীগ তরুণ নেতা ও ১ নং সাংগঠনিক সম্পাদক, জাতীয় শ্রমিকলীগ ( গুলশান অঞ্চল, ঢাকা মহানগর উত্তর) হাসিবুর রহমান শান্ত।