ভলিবিয়া কে পাত্তাই দিলো না ব্রাজিল।

স্টাফ রিপোর্টার আওয়াল ফকিরঃ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভলিবিয়াকে পাত্তাই দিলো না ব্রাজিল, আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে দুই দল মাঠে নামে আজ সকাল ৬.৩০ মিনিটে। একের পর এক আক্রমণে জর্জরিত করে ভলিবিয়াকে। প্রথম পর্বে ভলিবিয়ার জালে বল জড়ান দুইবার। ২-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয় পর্বের খেলা শুরু করে। দ্বিতীয় ধাপেও হজম করতে হয় তাদেরকে তিনটি গোল।
ফুলটাইম স্কোর
ব্রাজিল৫-০ ভলিবিয়া
স্কোরার মারকুইনহোস ১৬
ফির্মিনো ৩০,৪৯
ওন গোল ৬৬
কৌতিনহো ৭৩,
ম্যান অফ দ্যা ম্যাচ নেইমার জুনিয়র।
আলোচিত বার্তার পক্ষ থেকে ব্রাজিলের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন