গোপালগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে কামড়ে বিধবার ঠোঁট ক্ষতবিক্ষত।

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ০৬:২২ অপরাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

 গোপালগঞ্জের মুকসুদপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে এক লম্পট কামড়ে বিধবার ঠোঁট ক্ষতবিক্ষত করেছে। শনিবার গভীর রাতে মুকসুদপুর উপজেলার দক্ষিন জলিরপাড় গ্রামে এ ঘটনাটি ঘটেছে। রোববার ওই বিধবা বাদী হয়ে মুকসুদপুর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত লম্পট ভুপেন্দ্র নাথ চক্রবর্তী ওরফে মরাকে (৫৫) গ্রেফতার করেছে। ভুপেন্দ্র নাথ চক্রবর্তী ওরফে মরা দক্ষিণ জলিরপাড় গ্রামের ভগনাথ চক্রবর্তীর ছেলে। মরার ঘরে স্ত্রী ও ৩ সন্তান রয়েছে। এ ঘটনার স্বীকার ওই বিধবা ১ সন্তানের জননী।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বাশার জানান, ভুপেন্দ্র নাথ চক্রবর্তী মরা শনিবার গভীর রাতে প্রতিবেশী ওই বিধবার ঘরে কৌশলে প্রবেশ করে ধর্ষনের চেষ্টা করে। ধর্ষণে চেষ্টা ব্যর্থ হয়ে ওই বিধবার ঠোট কামড়ে ক্ষতবিক্ষত করে মরা । এসময় ওই বিধবা চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে মরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিধবাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে চিকিৎসা করান । ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, মামলা দায়েরের পর মরাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিধবা ওই নারী জানায়, ভুপেন্দ্র নাথ চক্রবর্তী ওরফে মরা তাকে দীর্ঘদিন যাবত কু-প্রস্তাব দিয়ে আসছিলো। লম্পট শনিবার গভীর রাতে তার ঘরে কৌশলে প্রবেশ করে তাকে ধর্ষনের চেষ্টা করে । ব্যর্থ হয়ে এক পর্যায় ঠোট কামড়ে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। এ ধরনের কাজ যেন আর কারো সাথে না করতে পারে সেজন্য তিনি এ ঘটনার বিচার দাবি করেছেন ।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: