হিউম্যান রাইটস এন্ড রিভিউ সোসাইটি থেকে সনদপত্র পেলেন খান্দারপাড়া ইউনিয়ন চেয়ারম্যান সাব্বির খান

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২১, ০৬:৫৫ অপরাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


নিজস্ব প্রতিনিধি, 

গোপালগঞ্জ মুকসুদপুর ৪ নং খান্দারপাড়া ইউনিয়ন চেয়ারম্যান সাব্বির খান। সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য সনদপত্র পেলেন শেরে বাংলা গোল্ড মেডেল ২০২১, সাব্বির খান প্রথমে মুকসুদপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হন। এর পরে তিনি মুকসুদপুর থানা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক হন। এখন তিনি ৪নং খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় একজন চেয়ারম্যান।  ২০২০ সালের করোনার সুরু থেকে জনগণের বাড়ি বাড়ি গিয়ে সেবা দিয়ে আসছেন। গত বছরের বন্যার সময় নিজে পানি ঝাপিয়ে বাড়ি বাড়ি গিয়ে ত্রান দিয়েছেন। গ্রামে যখন প্রথম করোনা আসলো মানুষ ভয়ে করোনা বাড়ির পাস দিয়ে চলা ফেরা করতো না। সেখানে সাব্বির খান তাদের দরজায় গিয়ে তাদের খোজ খবর নিয়েছেন তাদের সহযোগিতা করেছেন। সরকার যখন লগডাউন দিয়েছেন উনি ওনার ইউনিয়ন বাসিদের বলেছেন কেউ যদি খাবারে কস্ট পান আমাকে কল দিবেন আমি তার বাড়ি খাবার পৌঁছাইয়া দিবো।  এ বছর জুলাইয়ে যখন আবার করোনা মহামারি দেখা দিলো। আবার সাব্বির খান জনগণ এর পাসে এসে দাড়িয়েছেন। প্রত্যেক গ্রামে গিয়ে খবর নিছেন। কে কি অবস্থানে আছেন তার সাধ্যমত সাহায্য সহযোগিতা করেছেন। আলোচিত বার্তা খান্দারপাড়া ইউনিয়নের জনগণ এর সাথে কথা বলে খবর নিয়েছেন। সাব্বির খান কে তারা চেয়ারম্যান হিসাবে পেয়ে ধন্য হয়েছেন। আগামী নির্বাচনে ও  তারা সাব্বির খান কে আবার চেয়ারম্যান হিসাবে  দেখতে চান।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: