গোপালগঞ্জের কাশিয়ানীতে ছাত্রলীগের পক্ষ থেকে গরিব ও দুস্ত পরিবারে মাঝে সবজি বিতরণ করে ছাত্রলীগ নেতাকর্মীরা

 প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ১০:১৮ অপরাহ্ন   |   কাশিয়ানী


গোপালগঞ্জ কাশিয়ানী প্রতিনি, মোঃ ইব্রাহিম মোল্লাঃ


করোনা ভাইরাস বাংলাদেশসহ বিভিন্ন দেশে সংক্রমিত হয়। গোপালগঞ্জসহ দেশের কয়েকটি জেলায় লকডাউন করা হয়।কর্মহীন এবং ঘরবন্দী হয়ে আছে কয়েকলক্ষ মানুষ। খাদ্য সংকটে পরে দরিদ্র, অসহায় ও দুস্ত পরিবার।


এসময়ে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে ৩০০ পরিবারের মাঝে সবজি বিতরণ ছাত্রলীগের নেতৃবৃন্দরা।ও স্বেচ্ছাসেবকের কাজ করে


আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধার নেতৃত্বে মানুষের মাঝে সবজি বিতরণ করা

 হয়।




এসময়ে সেখানে উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরাফত হোসেন লাভলু মৃধা, কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন (আনু) ও সাধারণ সম্পাদক মোঃসিরাজ মোল্যা, কাশিয়ানী সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান সহ কাশিয়ানী উপজেলা মৎস্য অফিসার শাহজাহান সিরাজ অপু।





এসময়ে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের মোকাবেলায় কাশিয়ানী উপজেলা ছাত্রলীগ সার্বক্ষনিক মানুষের পাশে থাকবে এবং মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রাখা ও মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করার জন্য ছাত্র লীগ প্রস্তুত।

এছাড়া আরও বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সরকারি নির্দেশনা মেনে রেখে কাশিয়ানী উপজেলায় সকল ইউনিয়নে ও ওয়ার্ডে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ছাত্রলীগের পক্ষ থেকে ধান কাটার প্রস্তুতি গ্রহন করছে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগ।

কাশিয়ানী এর আরও খবর: