কাশিয়ানীতে অবৈধভাবে জমিতে বালুর ব্যাবসা করতে চায় কিছু অসাধু ব্যাবসায়িকরা।

 প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ০১:১৫ পূর্বাহ্ন   |   কাশিয়ানী



গোপালগঞ্জ কাশিয়ানী স্টাফ রিপোর্টার মোঃ ইব্রাহিম মোল্লা


গোপালগঞ্জের কাশিয়ানীতে  ফসলের জমিতে বালু ফেলে অবৈধভাবে ব্যাবসা করতে চায় অসাধু কিছু ব্যবসায়িক। 


আজ  শনিবার  (২৫ এপ্রিল) পিংগলিয়া গ্রামে জমিতে পাইপ বসানোর সময় কর্মরত শ্রমিকদের বাধা দেয় এলাকাবাসী। 


এসময়ে গ্রামবাসীরা কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির আহমেদ এবং কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান (ওসি) কে জানালে তৎক্ষনাৎ সেখানে গিয়ে পাইপ ফেলানো বন্ধ করে। এবং তিনটা পাইপ রেখে দেন আমার সাথে দেখা না করে পাইপ নিবেন না এই  নির্দেশনা দিয়ে আসেন




এসময়ে গ্রামবাসীরা  মেহেরপুর নিউজ  সাংবাদিক কে    জানায়,  পিংগলিয়া গ্রামে, কৃষকদের তিন ফসলের মাঠে সমাজের কিছু অসাধু  ব্যবসায়িক বালির চাতাল বসানোর চেষ্টা করে  বহুদিন ধরে চাপ প্রয়োগ করছে।গতকাল রাতের আধারে বালির পাইপ রেখে যায়।



পিংগলিয়া কৃষক শ্রমিক সমিতির সভাপতি বলেন, এই জমিতে প্রায় ৩০-৪০ টি পরিবারের কৃষক ফসল উৎপাদন করে তাদের পরিবার নিয়ে বেঁচে আছে।

কাশিয়ানী এর আরও খবর: