কাশিয়ানীতে নিজের অর্থায়নে ৭৫ বাড়িতে খাদ্য সামগ্রী তুলে দেয় দিনমজুর কৃষক।

 প্রকাশ: ০৩ মে ২০২০, ১০:২৩ অপরাহ্ন   |   কাশিয়ানী


হাফিজুর রহমান কাশিয়ানী গোপালগঞ্জ 


গোপালগঞ্জের কাশিয়ানীতে নিজে দিন মজুরি করে নিজের জমানো টাকা দিয়ে লকডাউনে থাকা ঘরবন্দী মানুষের মাঝে ৭৫ অসহায় ও দুস্ত পরিবারে ৪০০ কেজি চাউল,১০০ কেজি আলু ও ১০০ কেজি বিতরণ করলেন পোনা গ্রামের মোঃ হাফিজুর রহমান (পাগলা)


গতকাল শনিবার (০৩মে) বিকালে ৭৫ জন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয়। 


তিনি বলেন, কষ্টের টাকা না জমিয়ে দুর্যোগে মানুষের মাঝে তুলে দেওয়ার জন্য মানুষকে মানুষের পাশে দাড়াতে সকলকে এগিয়ে যেতে আহবান করেন।

কাশিয়ানী এর আরও খবর: