সরকারি আদেশ না মানায় কাশিয়ানীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা।

 প্রকাশ: ১২ মে ২০২০, ০১:১৯ পূর্বাহ্ন   |   কাশিয়ানী


গোপালগঞ্জ কাশিয়ানী স্টাফ রিপোর্টার মো: ইব্রাহিম মোল্লাঃ

গোপালগ‌ঞ্জের কা‌শিয়ানী‌তে সরকারি আ‌দেশ অমান্য ও সামা‌জিক দূরত্ব বজায় না রাখা ও স্বাস্থ্য বিধি লঙ্ঘনের কারণে আজ সোমবার ২ ব্যক্তি‌কে ১ হাজার ৫শত টাকা জ‌রিমানা ক‌রে‌ছে ভ্রাম্যমাণ আদাল‌তের বিচারক ও সহকারী ক‌মিশনার (ভূ‌মি) আতিকুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদাল‌তের বিচারক ও সহকারী ক‌মিশনার (ভূ‌মি) আতিকুল ইসলাম বলেন, সরকারি আদেশ ও সামাজিক দুরুত্ব বজায় না রাখা ও স্বাস্থ্য বিধি লঙ্ঘনের কারণে ২ জন ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান দেশের এই ভয়ানক পরিস্থিতিতে সবাই যেখানে একযোগে কাজ করছে, সরকার বার বার বলছে ঘরে অবস্থানের জন্য এবং সরকারি ভাবে যে, ছুটি ঘোষণা করা হয়েছে নিজে এবং নিজের পরিবারের সুরক্ষার জন্য, সেখানে ওনারা বিভিন্ন অজুহাতে বাজারে বিনা করণে ঘুরাফেরা করায় তাদের এই জরিমানা করা হয়।

এ ছাড়া সেনাবাহিনী ও পুলিশ ফোর্সের সহায়তায় কাশিয়ানী বাজার, ভাটিয়াপাড়া, ঘোনাপড়া, তিলছড়া, গোপালপুর, রামদিয়া বাজার, এলাকায় টহল দেয়া হয়। এসব এলাকায় সেনা সদস্যরা জনগণকে স‌চেতন মূলক নি‌র্দেশনা দেন এবং ঘর থে‌কে বের না হওয়া ও সামা‌জিক দূরত্ব বজায় রাখ‌তে অনু‌রোধ জানান।

কাশিয়ানী এর আরও খবর: