গোপালগঞ্জ কাশিয়ানীতে করোনা রোগ সনাক্তে নমুনা সংগ্রহে বুথ কেন্দ্রের শুভ উদ্বোধন।

 প্রকাশ: ১৬ মে ২০২০, ০৮:৪৪ অপরাহ্ন   |   কাশিয়ানী


গোপালগঞ্জ কাশিয়ানী স্টাফ রিপোর্টারঃ মোঃ ইব্রাহিম মোল্লাঃ


করোনা ভাইরাসের নমুনা সংগ্রহে বুথ কেন্দ্রের শুভ উদ্ধোধন উপজেলা নিবার্হী অফিসার মোঃসাব্বির আহমেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ মো. কাইয়ুম তালুকদার ও হাসপাতালের আর এম ও ডাঃ ইকবাল হোসেন খান।


গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগ সনাক্ত করণের জন্য নমুনা সংগ্রহে আলাদাভাবে বুথ ঘরের  শুভ উদ্বোধন  হয়েছে।


আজ শনিবার সকাল ১১টায় হাসপাতাল কতৃক আয়োজিত  নতুন ভবনের সামনে উপজেলা প্রশাসনের সমন্বয়ে নমুনা সংগ্রহের এই বুথ কেন্দ্রের  শুভ উদ্ধোধন করেন কাশিয়ানী উপজেলা নিবার্হী অফিসার  মোঃ সাব্বির আহমেদ।



করোনায় আক্রান্ত দেশের ক্রান্তি লগ্নে  জনগণের নিরাপত্বা ও  সচেতদনতার কথা চিন্তা করে প্রায় ৬০হাজার টাকা ব্যয় নির্মিত  হলো এই বুথ কেন্দ্রটি। চিকিৎসার সুবিধার্থে সুচিকিৎসার জন্য কাশিয়ানী বাসিকে সচেতনতার মধ্যে রেখে এই বুথ ঘরে  আলাদাভাবে করোনা সনাক্তের জন্য নমুনা সংগ্রহ করবেন হাসপাতাল কতৃপক্ষ।


এ ব্যপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ কাইয়ুম তালুকদার বলেন ,সচেতনতা ও সাবধানতার জন্য এই বুথের ব্যবস্থা করা হয়েছে । নমুনা সংগ্রকারী যাতে  কোন ক্রমে আক্রান্ত না হয় । যদি ও আমাদের অরো আগেই এই বুথকেন্দ্রের প্রয়োজন ছিলো । তার পার ও  প্রদত্ব কতৃপক্ষ কে আন্তরিক  ধন্যবাদ  জ্ঞাপন করছি।


এ সময় উপস্থিতি ছিলেন হাসপাতালের আর এম ও  ডাঃ ইকবাল হোসেন খানসহ, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

কাশিয়ানী এর আরও খবর: