কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিতরণ করা হলো মাক্স ও সাবান।

স্টাফ রিপোর্টারঃ হাফিজুর রহমান
কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আজ দুপুর ১২ টার সময় কাশিয়ানী বাস স্টান্ডে মাক্স ও হাত ধোঁয়ার উপকরণ বিতরণ করা হয়।
এসময়ে সেখানে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা, সাধারণ সম্পাদক মোঃ মাসুম শেখসহ সহযোগী সকল নেতৃবৃন্দ।
কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা তার বক্তব্যে বলেনঃ কেভিড ১৯ নভেল করোনা ভাইরাসের সংক্রমণের থেকে সকলকে সচেতন থাকতে হবে।কয়েকজন একত্রে মেলামেশা হতে বিরত থাকতে হবে।
তিনি আরও বলেন, সকলে আতঙ্কিত না হয়ে সকলে সচেতনতা মুল বিষয় নিজে সচেতন হবো এবং অন্যকে সচেতন করবো । বিদেশ ফেরত যারা আছে তাদের হোম কোয়ারান্টাইন এ থাকার জন্য অনুরোধ করেছে।
এসময়ে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেনঃ আমাদের আশেপাশে যদি কোথাও অপরিষ্কার কোন কিছু থাকে তাহলে সে জায়গা দ্রুত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য তিনি সকলকে আহবান জানান এবং সকলকে সকলকে সুস্থতা ও সচেতনতা কামনা করেন।