কাশিয়ানীতে করোনা ভাইরাস সচেতনেতায় লিফলেট ও মাস্ক বিতন।

স্টাফ রিপোর্টার, ইব্রাহীম মোল্ল্যা
গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলায় করোনা ভাইরাসের প্রতিরোধে সচেতনেতা বাড়াতে লিফলেট, মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ৪টায় সন্ধ্যা ৬ পর্যন্ত থানার সামনে থেকে অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠান শুরু হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ, মুকসেদপুর সদর সার্কেল সিনিয়ার অফিসার আনোয়ার হোসেন ভূইয়া প্রচার অভিযানে অংশ নিয়েছেন এবং পোনা বাসষ্টান্ড হয়ে ভাটিয়াপাড়া মোড়ে গাড়ির ড্রাইভার ও পথ চারিদের করোনা ভাইরাসের সচেতনেতার জন্য লিফলেট, মাস্ক ও সাবান বিতরণ করেন। কাশিয়ানী উপজেলায় হোম কোয়ারেন্টাইনে যারা রয়েছেন, ইউনিয়নের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে করোনা ভাইরাসের সচেতনেতা বাড়াতে এ কর্মসূচি চলমান ভাবে পালন অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানান অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান।