কাশিয়ানীতে ইয়াবা সহ সুমন মুন্সী গ্রেফতার।

গোপালগঞ্জ স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা থানা পুলিশ ১০০পিস ইয়াবা সহ সুমন মুন্সী (৩৩) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে ।
বৃহাস্পতিবার ৩০/০৭/২০ তারিখে কাশিয়ানী থানার এস আই আলমগীর এর নেতৃত্বে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তি হলেন, কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুদ্দুসুর রহমান এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কাশিয়ানী থানার অফিস ইন চার্জ মো, আজিজুর রহমান এর নির্দেশে এস আই আলমগীর এর নেতৃত্বে অভিযান চালিয়ে সুমন মুন্সীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।
কাশিয়ানী থানার অফিসার ইন চার্জ মো. আজিজুর রহমান বলেন, সুমন মুন্সীকে ১০০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।