রংপুরের বদরগঞ্জে তেলের কারখানায় অনিয়মের অভিযোগ।

 প্রকাশ: ২৮ অগাস্ট ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন   |   সারাদেশ



বদরগঞ্জ প্রতিনিধি 

রংপুরের বদরগঞ্জ উপজেলায় একটি তেলের কারখানাকে ঘিরে নানান অনিয়ম ও ভেজালের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ওই কারখানায় নষ্ট ও মেয়াদোত্তীর্ণ মালামাল গুঁড়ো করে বিভিন্ন ভাজা-ভুজি ও সিঙ্গারায় সরবরাহ করা হচ্ছে। এতে সাধারণ ক্রেতারা প্রতিনিয়ত স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।


এলাকাবাসীর দাবি, কারখানাটি দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসলেও সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি খুব একটা চোখে পড়ে না। ফলে ভেজালকারীরা আরও সাহস পাচ্ছে।


সচেতন মহলের মতে, এ ধরনের তেল ও খাদ্যপণ্য মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর। নিয়মিত এসব খাবার গ্রহণে দীর্ঘমেয়াদে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।


তারা দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

সারাদেশ এর আরও খবর: