রংপুরের বদরগঞ্জে তেলের কারখানায় অনিয়মের অভিযোগ।

বদরগঞ্জ প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জ উপজেলায় একটি তেলের কারখানাকে ঘিরে নানান অনিয়ম ও ভেজালের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ওই কারখানায় নষ্ট ও মেয়াদোত্তীর্ণ মালামাল গুঁড়ো করে বিভিন্ন ভাজা-ভুজি ও সিঙ্গারায় সরবরাহ করা হচ্ছে। এতে সাধারণ ক্রেতারা প্রতিনিয়ত স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।
এলাকাবাসীর দাবি, কারখানাটি দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসলেও সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি খুব একটা চোখে পড়ে না। ফলে ভেজালকারীরা আরও সাহস পাচ্ছে।
সচেতন মহলের মতে, এ ধরনের তেল ও খাদ্যপণ্য মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর। নিয়মিত এসব খাবার গ্রহণে দীর্ঘমেয়াদে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
তারা দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।