৪০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ।

 প্রকাশ: ২৬ অগাস্ট ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন   |   সারাদেশ




মোঃ মোশারেফ নিজস্ব প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁও থানায় কর্মরত এসআই(নিঃ)/ রতন বৈরাগী সঙ্গীয় ফোর্স সহ চেকপোস্ট ডিউটি পরিচালনাকালে  ২৫/০৮/২০২৫ খ্রিঃ সন্ধ্যা ১৮.৪৫ ঘটিকার সময় কুমিল্লার দিক হতে ঢাকা গামী ০১টি SUZUKI, যার রেজিঃ নং খুলনা মেট্রো-ল-১৩-৫৩৩৮ মোটর সাইকেল সোনারগাঁও থানাধীন আযারিয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা গামী পাকা রাস্তার উপর পৌঁছালে মোটর সাইকেলটি থামানোর জন্য সিগন্যাল দিলে একজন পুরুষ ও একজন মহিলা মোটর সাইকেলটি থামিয়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় পুরুষ ও মহিলা ফোর্সের সহায়তায় একজন পুরুষ ও একজন মহিলাকে আটক করা হয়। আটককৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা তাদের নাম-ঠিকানা ১. আঃ মান্নান (৩২), পিতা-আঃ হামিদ, মাতা-ফরিদা বেগম, সাং-জুইদন্ডী, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম এবং ২। রিয়া মনি (২৫), স্বামী- মোঃ ইউসুফ, সাং-জুইদন্ডী, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম বলে প্রকাশ করে। অতঃপর আসামিদের হেফাজতে থেকে ৪০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূবর্ক উক্ত SUZUKI মোটর সাইকেলসহ  জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামিদ্বয়ের বিরুদ্ধে নিজেদের হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাদেরকে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সারাদেশ এর আরও খবর: