চট্টগ্রাম সিএমপি'র পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী।

মোঃ মোশারেফ নিজস্ব প্রতিনিধিঃ
আজ ২৬ আগস্ট ২০২৫ খ্রি. বিকাল ৩:০০ ঘটিকা থেকে বিকাল ৪:৩০ ঘটিকা পর্যন্ত দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। এই দীর্ঘ সময়ে বেশ কয়েকজন সেবাপ্রত্যাশীর বক্তব্য শুনেন সিএমপি পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ বিপিএম মহোদয়। সেবা প্রার্থীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা শুনে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সেবা প্রার্থীদের মধ্যে কয়েকজন তাৎক্ষণিক সমাধান পেয়ে আবেগাপ্লুত হয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। বাকি সেবা প্রার্থীগণ বিভিন্ন বিষয়ে প্রস্তাব উপস্থাপন করেন এবং এমন উদ্যোগের জন্য কমিশনার মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এই ওপেন হাউজ ডে-তে উপস্থিত ছিলেন সিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার বিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, বর্তমান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় তাঁর নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতি সপ্তাহের মঙ্গলবার “ওপেন হাউজ ডে” আয়োজনের মাধ্যমে সম্মানিত নগরবাসীর বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন। এছাড়াও, ক্রাইম ডিভিশন ও ট্রাফিক ডিভিশনের উপ-পুলিশ কমিশনারগণ প্রতি সপ্তাহে রবিবার একই প্রক্রিয়ায় সাধারণ জনগণের বক্তব্য শুনে ব্যবস্থা গ্রহণ করছেন।