মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতায় লক্ষ লক্ষ মানুষের ঢল।

 প্রকাশ: ২৪ অগাস্ট ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন   |   সারাদেশ




রবিউল আলম, দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধি:


জেলা প্রশাসন,  মানিকগঞ্জ আয়েজিত নৌকা বাইচ ২০২৫ ইং কালিগঙ্গা নদী ( বেউথা ঘাট) অনুষ্ঠিত হলো। 

মানিকগঞ্জের গর্ব, আনন্দের উৎসব আজ ২৩ আগস্ট ২০২৫ তারিখে কালিগঙ্গা নদীর বেউথা ঘাটে অনুষ্ঠিত হলো নৌকা বাইচ প্রতিযোগিতা। এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, মানিকগঞ্জবাসীর জন্য এক অনন্য আনন্দের উপলক্ষ্য, ঐতিহ্য আর উৎসবের মিলনমেলা।


এই আয়োজনে অংশগ্রহণকারী দল, দর্শক, আয়োজক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি  অভিনন্দন, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান মানিকগঞ্জ জেলা প্রশাসন।  আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমেই এই অনুষ্ঠান হবে সফল ও স্মরণীয়। পুরো মানিকগঞ্জ জেলাবাসী সহ: আশে-পাশের জেলা থেকে বাইচ নৌকা সহ লক্ষ লক্ষ লোকজন সমাগত হয়ে 

এই ঐতিহ্যবাহী বাইচকে  প্রাণবন্ত করে তুলে এবং সাথে নদীর সৌন্দর্য উপভোগ করেন। মানিকগঞ্জের  সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেও ভূমিকা রাখবে। 

নৌকা বাইচ এ নদী, নৌকা আর আনন্দের উল্লাসে মানিকগঞ্জ হলো মুখরিত।সম্মানিত জেলা প্রশাসক ফাইনাল টিমের নয়নাভিরাম  প্রতিযোগিতা সরাসরি দেখার জন্য মোঃ রাকিবের তত্ত্বাবধানে,  সুনামধন্য বোড জলফড়িং এ আহরণ করে নৌকা বাইচটি  প্রদর্শন করেন। জেলা প্রশাসক মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলার নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন সহ ঘিওর, শিবালয়, হরিরামপুর, সাটুরিয়া ও মানিগঞ্জ সদরের নির্বাহী  অফিসার বৃন্দ ও মানিকগঞ্জের জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম  রিতা, জেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ,সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন-আয়োজক ভলান্টিয়ারগন , আনসার বাহিনী,  পুলিশ প্রশাসন, সেনাবাহিনীর অফিসার বৃন্দ। নৌকা বাইচ প্রতিযোগিতায় দুটি বাইচ নৌকা ডুবে যাওয়া ছাড়া বড় ধরনের অপ্রীতিকর  ঘটনা ঘটেনি। প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে আগত  মোট ৩২ টি দল নৌকা বাইচ  প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।  প্রতিযোগিতার - প্রথম পুরস্কার ছিল একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার ১ টি ফ্রিজ, তৃতীয় পুরস্কার এলইডি টিভি  সহ: অসংখ্য পুরস্কার। এছাড়াও প্রত্যেক বিভাগের বিজয়ী প্রতিযোগীদের জন্য ট্রফি পুরস্কার প্রদান করা হয়।

সারাদেশ এর আরও খবর: