মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন আটক।

 প্রকাশ: ২৬ অগাস্ট ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন   |   সারাদেশ




মোঃ মোশারেফ নিজস্ব প্রতিনিধিঃ

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।


মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, সোমবার (২৫ আগস্ট ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ২৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। আহমেদ হোসেন (২১) ২। আল আমিন (২৮) ৩। জনি (৩০) ৪। সানি (৩৩) ৫। সাজ্জাদ (৪০) ৬। মিঠুন (২৫) ৭। রানা (২০) ৮। শাহজালাল (২৩) ৯। শ্রী মাধব হালদার (২২) ১০। শহিদুল ইসলাম ( ৪৫) ১১। রবিউল (২২) ১২। হানিফ (২০) ১৩ । আনোয়ার হোসেন (২২) ১৪। তানভীর ওরফে রমজান (৩২) ১৫। শাহাদাত শুভ (৩১) ১৬। রুবেল (২৫) ১৭ । হৃদয় (২৪) ১৮। স্বপন (২২) ১৯। সুলতান (২৫) ২০। সাদ্দাম (৩০) ২১। মানিক মোল্লা (২৫) ২২। তামিম মোল্লা (২২) ২৩। সেলিম (২২) ২৪। আনোয়ার (২২) ২৫। হৃদয় (২২) ২৬ । তাইয়েব মিয়া (২৫) ২৭। সাহেল মিয়া (১৯) ২৮। ভূঁইয়া আবু শাহাদাত (৫৪)। এ সময় তাদের কাছ থেকে ৩৪৫ গ্রাম গাঁজা ,৪৮ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৪৫০ টাকা, একটি এসএস পাইপ চেইন স্পোকেট কুড়াল , একটি হাসুয়া ও একটি লোহার রড উদ্ধার করা হয়।


মোহাম্মদপুর থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।


গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ এর আরও খবর: