মানিকগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা।

রবিউল আলম , দৌলতপুর, মানিকগঞ্জে প্রতিনিধি:
এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে বুধবার (২৭ আগষ্ট) শহরের মানিকগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতার ভিত্তিতে সমাজ গঠনের আহ্বান জানান।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক। তিনি বলেন, “শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল সনদ নয়, বরং চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশ।”ইসলামী ছাত্রশিবিরের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান এর সভাপতিত্ব জেলা সেক্রেটারি মাহবুবুর রহমানের সঞ্চালনায়। প্রায় ৫ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষার্থীরা সম্মাননা স্মারক ও শুভেচ্ছা গ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন।নেতৃবৃন্দ শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।