কাশিয়ানীর সাধারণ মানুষের ভালোবাসার বাঁধন ছিড়ে চলে গেলেন ইউএনও সাব্বির আহমেদ।

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
৫ আগস্ট গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সাধারণ মানুষের ভালোবাসার বাঁধন ছিড়ে চলে গেলেন ইউএনও সাব্বির আহমেদ।
২০১৯ সালের ২৭ অক্টোবর গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন ইউএনও সাব্বির আহমেদ। যোগদান করার পর থেকে সততার পথ ধরে মানবতার সেবায় আত্মনিয়োগ করেন নিজেকে।
মাত্র নয় মাসের মধ্যে কাশিয়ানী প্রতিটি স্থান থেকে দুর্নীতির আবর্জনা পরিষ্কার করে সাধারণ মানুষের মাঝে সৎ এবং সত্যতার উর্বরতা সৃষ্টি করে ভালোবাসা ও মানবতার বিরল বাস্তবতার মানচিত্র তৈরি করেছেন তিনি। কাশিয়ানী উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানবতার সেবায় ছুটে বেড়ানো এক তরুণ অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ। কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় সংবাদকর্মী, পুলিশ প্রশাসন, উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রতিটা ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্বাস্থ্য কর্মীদের সাথে নিয়ে করোনা ভাইরাস সংক্রমণ রোধে নানা কর্মসূচি হাতে নিয়ে যুদ্ধে নেমেছিলেন ইউএনও সাব্বির আহমেদ। মহামারী এই করনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশ মেনে ঘর বন্দী কর্মহীন হয়ে পড়া অনাহারী দরিদ্র অসহায় মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া, মানুষকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখার জন্যে সচেতনতামূলক প্রচার-প্রচারণা, শিক্ষার মান উন্নয়ন, কৃষি ফসল উৎপাদন বৃদ্ধি, পশু সম্পদের বৃদ্ধি, মৎস্য চাষ বৃদ্ধি, বেকারদের কর্মসংস্থানের সৃষ্টি, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,
অবৈধ দখল উচ্ছেদ, পরিবেশ রক্ষার স্বার্থে প্রয়োজন ছাড়া গাছ কাটা বন্ধ ও বৃক্ষরোপণ,
মাদকবিরোধী সংগ্রাম গড়ে তোলা, বাল্যবিবাহ বন্ধ করা, বিবাহ ক্ষেত্রে যৌতুক নেওয়া ও দেওয়া বন্ধ করা, পাখি শিকার বন্ধ করা, অবৈধভাবে মৎস্য শিকার বন্ধ করা, ক্ষুদ্র যানবাহন চালকদের সহজ উপায়ে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সহায়তা, শরীরচর্চার জন্য ব্যায়ামাগার ও জ্ঞান চর্চার জন্য পাঠাগার সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে সততার সাথে পরিকল্পিত প্রকৃত বাস্তবতার দৃষ্টান্ত এই উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ। মাত্র ৯ মাস ৮ দিনে তার এই কাজের সফলতা, সাধারণ মানুষের প্রতি ভালোবাসা ও মানবতা, কাশিয়ানীবাসীর মনে তার প্রতি প্রেম ও ভালোবাসার বাধন সৃষ্টি হয়েছে। কাশিয়ানীর সাধারণ মানুষ তাকে ভালবেসে নাম দিয়েছেন। ৫ আগস্ট বদলি জনিত কারণে, ইতালির মিলান শহরে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে প্রথম সচিব (শ্রম) পদে যোগদান করার উদ্দেশ্যে
কাশিয়ানী উপজেলাবাসীর ভালোবাসার বাঁধন ছিড়ে চলে গেলেন প্রিয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ।