কাশিয়ানীতে বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণকরেন।

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে কাশিয়ানী উপজেলা অডিটোরিয়ামে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধিনে কাশিয়ানী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এর উদ্যোগে এ আয়োজন করা হয়।
কাশিয়ানী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সনিয়া খানম উপাস্থাপনা করেন
কাশিয়ানী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সনিয়া খানম এর উপাস্থাপনায় কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায় সভাপতিত্বে বক্তব্য দেন কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম। আলোচনা সভা শেষে সেলাই মেশিন ও ল্যাপটপ বিতরণ করনে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায় ।
কাশিয়ানীতে প্রশিক্ষণ নেওয়া সমাজের ২০জন দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন, গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে ২০টি ল্যাপটপ ও ২জনকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ বিতরণ করা হয়।