কাশিয়ানীর ইউএনও রথীন্দ্র নাথ রায় করোনায় আক্রান্ত।

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
করোনাকালে মাঠে ময়দানে কাজ করে প্রশংসা পাওয়া গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্র নাথ রায় করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে ইউএনও নিজেই এ তথ্য নিশ্চিত করেন।
কাশিয়ানীর ইউএনও রথীন্দ্র নাথ রায় মোবাইলে বলেন, আলহামদুল্লিাহ ভালো আছি। হালকা জ্বর অনুভব করার পর রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করি। সোমবার আমার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।