কাশিয়ানীতে স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের মাঝে এক লাখ টাকার চেক বিতরণ।

গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জ কাশিয়ানীতে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর ২০১৯-২০ অর্থ বছরে উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের মাঝে এককালীন অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৫ টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ২০ হাজার টাকা করে এই চেক বিতরণ করা হয়।
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে, সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে , উপজেলা নির্বাহি কর্মকর্তা রথীন্দ্রনাথ রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবী সংগঠন প্রধানদের হাতে এই অনুদানের চেক তুলে দেন।
এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন সহপাঠী ফোরাম ৮৯ এর সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম বুলবুল, কাশিয়ানী লায়ন্স স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক গৌতম কুমার সাহা, কাশিয়ানী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ মহাসিন শেখ, রাহুথড় নবারুণ সংঘের সভাপতি সুব্রত শাঁখারী অনুষ্ঠানে উপস্থিত হয়ে কাশিয়ানী উপজেলা নিবার্হী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায় এর হাত থেকে সংগঠনের পক্ষে এ অনুদানের চেক গ্রহণ করেন।