গোপালগঞ্জের কাশিয়ানীতে ১০০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন মনিরুজ্জামান মৃধা।

 প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ০২:১৯ পূর্বাহ্ন   |   কাশিয়ানী


হাফিজুর রহমান কাশিয়ানী ঃ

কশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মৃধা ইলেক্ট্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিরুজ্জামান মৃধা। আজ(২এপ্রিল) শুক্রবার  বিকাল ৫ ঘটিকায় গরিব ও দুস্তদের পরিবারে ৫ কেজি চাউল,১কেজি পিয়াজ,১কেজি ডাউল,১কেজি লবন, ১টা সাবান ও ১ কেজি আলু  ১০০০ পরিবারের মাঝে দেওয়া হয়।



এরমধ্যে কাশিয়ানী সদরে ২৫০ পরিবারে, খায়েরহাট ২০০, পোনা ২৫০ পরিবারে, পিংগলিয়া ১০০ পরিবারে  দেওয়া হয়। এছাড়াও কাশিয়ানীর আশেপাশে বাকি ২০০ পরিবারে বিতরণ করা হয়। 



এসময়ে সেখানে উপস্থিত ছিলেন,  কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ, কাশিয়ানী থানা ইনচার্জ আজিজুর রহমান (ওসি),   উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরাফত হোসেন লাভলু মৃধা ,  ম গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ খায়ের মিয়া  ,  কাশিয়ানী সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃসিরাজ মোল্যা ,

  সভাপতি কাশিয়ানী উপজেলা ছাত্রলীগমোঃ আজাদ হোসেন মৃধা,  কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম (কালু মৃধা),   সাংগঠনিক সম্পাদক কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ 

জামিনুর রহমান (জাপান) প্রমুখ।


এসময়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ তার বক্তৃতায় বলেন সকলকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে এবং নিজ নিজ বাড়িতে  অবস্থান করতে হবে।

কাশিয়ানী এর আরও খবর: