কাশিয়ানীতে ফারুক খানের সহায়তায় ৮০০শত বাড়িতে ত্রাণ বিতরণ করা হলো,

হাফিজুর রহমান কাশিয়ানী (গোপালগঞ্জ)
গোপালগঞ্জের কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা লেফটন্যান্ট কর্নেল মুহাম্মাদ ফারুক খাঁন এম পির উদ্যেগে ১০ কেজি চাউল, ২ কেজি ডাউল, ১লিটার তেল ও ১টা সাবান মোট ৮০০শ প্যাকেট কাশিয়ানী উপজেলার ৭টি ইউনিয়নে বিতরণ করা হয়।
আজ সোমবার (৬ এপ্রিল) কাশিয়ানী উপজেলা ডাকবাংলোর সামনে বিতরণ কার্যক্রম করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদে,অফিসার ইনচার্জ আজিজুর রহমান (ওসি), কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর, কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃমনিরুজ্জামান (মনি মৃধা), কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কাশিয়ানী সদর ইউনিয়ন চেয়ারম্যান মশিউর রহমান খাঁন প্রমুখ।
বিতরণ কার্যক্রম শেষে কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদের নেতৃত্বে কাশিয়ানী বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিশেষ অভিযানে দুইজন দোকানিকে বিভিন্ন অর্থদন্ডে দন্ডিত করে।
্অভিজান শেষে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান বলেন,করোনা ভাইরাসের সংক্রমণ বেশি হওয়ায় জনসমাগম না করে, জনসমাগম এড়িয়ে চলে নিজ নিজ বাড়িতে থাকার জন্য অনুরোধ করেছে।