করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাব বেড়ে যাওয়ায় গোপালগঞ্জ লকডাউন।

কাশিয়ানী প্রতিনিধি, হাফিজুর রহমান ঃ
(কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় গোপালগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে জেলা প্রশাসক শাহিদা সুলতানা এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।
মঙ্গলবার রাত ১০টা থেকে এ লকডাউন ঘোষণা কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, লকডাউন চলাকালে গোপালগঞ্জ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। এ সময় জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌপথে অন্য কোন জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্য জেলায় গমন করতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলায় যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সকল ধরণের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরী চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং সেবা, মোবাইল ব্যাংকিং, ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন, কর্মী ইত্যাদি এবং সরকার কর্তৃক সময়ে সময়ে ঘোষিত অন্যান্য জরুরী সেবা এর আওতার বাইরে থাকবে।
এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।