কুখ্যাত সন্ত্রাসী ৩ খুনের হত্যা মামলার প্রধান আসামি মিল্টনের স্ত্রী শারমিন সুলতানা তানিয়া কর্তৃক এলাকার বিভিন্ন ব্যাক্তিদের নামে সড়যন্ত্র মুলক মিথ্যা মামলা প্রদান।

খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ
ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামের অগ্রণী ভুমিকা পালনকারী এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখতে গিয়ে মামলা খেলেন, তরুণ আওয়ামীলীগ নেতা,সাংবাদিক মোঃ রেজোয়ান আকুঞ্জী রাজা, এমনকি সন্ত্রাসীদের গুলিতে নিহত সাইফুল ইসলামের বাবাকে ১নং আসামি করা হয়েছে।তার বিরোধী সড়যন্ত্র মূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপশি সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও সঠিক বিচারের দাবি জানাই। উল্লেখ্য মশিয়ালী গ্রামের নিরীহ জনগনের উপর নির্বিচারে এলাকার চিহ্নিত সন্ত্রাসী জাকারিয়া, মিল্টন ও জাফরিন সহ তাদের সন্ত্রাসী বাহিনীর নির্মম বর্বরোচিত হত্যা কান্ড ঘটায় গত ১৬ ই জুলাই ২০২০ রাত-৮.১৫ মিনিট, এদের গুলিতে প্রাণ হারায় ৩ জন দিন মজুর ,আহত হন একাধীক ব্যাক্তি। নির্মম এই হত্যাকান্ড ঘটানোর পর এলাকাবাসি ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের প্রতিহত করে পরর্বতিতে সন্ত্রাসীদের সঠিক বিচারের দাবিতে এলাকাবাসি আন্দোলন সংগ্রাম শুরু করেন। এই আন্দোলন সংগ্রামের মূখ্য ভুমিকা পালন করেন তরুন আওয়ামীলীগ নেতা , সাংবাদিক , বিভিন্ন সামাজিক ,রাজনৈতিক, র্ধমীয়, শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে আসছে, মোঃ রেজোয়ান আকুঞ্জী , তাকে দমাতে তার নামে সড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দেয়, কুখ্যাত সন্ত্রাসী মিল্টনের স্ত্রী বাদি হয়ে , যার নামে অবৈধ বা অপরাধের কোন নজির পাওয়া যায়নি । যিনি সত্য ও ন্যায় প্রতিষ্ঠার স্বপক্ষে সর্বক্ষনই শুধু সেটা নয় যারাই এই সন্ত্রাসীদের বিরুদ্ধে সংগ্রাম করছে তাদের নামে এই মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। রেজোয়ান আকুঞ্জী রাজার নামে মিথ্যা মামলার প্রতিবাদে আজ বিকালে মশিয়ালী আলীয়া মাদ্রাসায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরদার আঃ হামিদ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন, সরদার মাস্টার আলম, মাস্টার আঃ হালিম, প্রফেসর আঃ রশিদ, এস এম বকতিয়ার, মুন্সী শামীম, মাসুম বিল্লাহ, আলতাপ হোসেন, মোঃ সাজ্জাদ, মোঃ মিটুল, মোঃ বাবলু প্রমুখ। সভায় আগামী শুক্রবার ২৭ ই আগস্ট রোজ-শুক্রবার বিকাল ৪টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ , আগামী ৪ঠা সেপ্টম্বর শহীদের স্বরনে দোয়া , আলোচনা, প্রতিবাদ ও শোক সভা অনুষ্ঠিত হবে।এবং এভাবে হয়রানি মুলক মামলা প্রত্যাহার না করলে কঠিন থেকে কঠিন আন্দোলনের ঘোষনা করেন এলাকা বাসি।