বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড এ শ্রমিক নিয়োগে অনিয়ম ও দুর্নীতি।

জিয়াউল ইসলাম ব্যুরো প্রধান খুলনাঃ
খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি শিল্প এলাকায় অবস্থিত এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের স্বনামধন্য প্রতিষ্ঠান বাংলাদেশ কেবল শিল্পে দৈনিক ভিত্তিক শ্রমিক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গিয়াছে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড এর সূত্র নং ১৪- ৩৭-০০০০-২০১-১১-০০২-১৬-২২০৪ তারিখ ২৬/০৮/২০২০ খ্রিস্টাব্দে দৈনিক ভিত্তিক শ্রমিক নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় যাহা ২/০৯/২০২০এর মধ্য ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড শিরোমনি শিল্প এলাকা পোস্ট সোনালি জুট মিলস খুলনা ৯২০৬ বরাবর আবেদন করতে বলা হয়। সেই মোতাবেক বিভিন্ন এলাকা থেকে প্রায় তিনশত গরিব শিক্ষিত যুবক দরখাস্ত দেয়। নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাশের ১০ জন শ্রমিক নিয়োগ দেবেন বলে উল্লেখ থাকলেও কোনরকম পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অষ্টম থেকে নবম ক্লাসের যুবক দের মধ্যে গত ১১/০৯/২০২০ তারিখ শুক্রবার ডাকট মেশিনে জনাব আজিজুল পদবি (ডি এল) গ (পালা), জনাব সালাম(পদবি) ডিএল খ( পালায়), জনাব মুরাদ( পদবি) ডি এল ক (পালা),এবং ১২/০৯/২০২০ তারিখে শনিবার ৯০-১৫০ এক্সট্রোভার মেশিন/ শিথং লাইন এ জনাব আমিনুল পদবী (ডিএল) গ পালা, জনাব তানভীর (ডিএল) ক পালা, জনাব হাফিজুর পদবী( ডি এল) খ পালা, এবং ডাকট মেশিনে জনাব আজিজুল পদবীর (ডি এল) পালা খ -৩, জনাব সালাম পদবী (ডি এল) পালা ক ৩, জনাব মুরাদ পদবী (ডি এল) পালা গ ৩, উৎপাদন বিভাগে গত ১১/০৯/২০২০ তারিখে এবং গত ১২/০৯২০২০ তারিখে কর্মতালিকায় এদের নাম পাওয়া যায় এরা সবাই দৈনিক ভিত্তিক শ্রমিক নিয়োগের দরখাস্ত কারী এসব অনিয়ম ও দুর্নীতির বিষয়ে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড এর এমডি জনাব জগদিশ চন্দ্র মন্ডল বাবুর মুঠোফোনে বারবার যোগাযোগ করেও উনাকে পাওয়া যায় নাই এবিষয়ে মহাব্যবস্থাপক (উৎপাদন) আলহাজ্ব সিরাজুল ইসলাম কথা এড়িয়ে যান এবং এমডি মহোদয় এর সাথে কথা বলার জন্য বলেন। ম্যানেজার (প্রশাসন) মোঃ মোসলেম উদ্দিন বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করেন, তিনি জানান আউটসোসিংয়ের লোক দিয়ে কাজ চালানো হচ্ছে নতুন কোন লোক নিয়োগ দেওয়া হয়নি তাহলে দৈনন্দিন কর্মতালিকায় এদের নামের পদবীতে ডিএল লেখা কেন এ প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেন নাই। বিষয়টি নিয়ে চাকুরী প্রত্যাশী শত শত যুবকের সাথে নিয়োগ নিয়ে প্রহসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভুক্তভোগীর ঊর্ধ্বতন মহলের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।