যশোরের মনিরামপুর নোয়ালী গ্রামের দাদী খুনের আসামি বহু অপকর্মের হোতা সজীব পুলিশের হাতে গ্রেপ্তার।

আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধান।।
যশোরের মনিরামপুর উপজেলার নোয়ালী গ্রামের আলোচিত, দাদী হত্যার খুনি কিশোর সজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে খুনি সজবের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ উঠেছে।
জানা যায়,গত ৩ সেপ্টেম্বর চাচাতো দাদিকে ডেকে গ্রামের পশ্চিম মাঠে কপোতাক্ষ নদের পাড়ে নিয়ে যায়। তার গলায় থাকা স্বর্ণের চেইন ও হাতের বালা কানের দুল খুলে নিয়ে বেধড়ক মারপিট করে, রক্তাক্ত জখম অবস্থায় মৃত্যু নিশ্চিত ভেবে গাছের পাতা দিয়ে ঢেকে রেখে চলে আসে সজিব।
এর পরে রাস্তার পাশ দিয়ে মোস্তফা নামের এক লোক মাঠে যাওয়ার সময়, বাগানের ভিতর গোংরানি শুনতে পায়। তার আত্মচিৎকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে যশোর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় ৮ দিন পর দাদির মৃত্যু হয়েছে। পুলিশ ঐদিন রাতে খুনি সজীবকে আটক করেছে।
এদিকে সজিবের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ উঠে এসেছে। সজীবের পিতা-মাতা ঢাকায় ট্যায়ার কারখানায় কাজ করে। সেখানে থাকাকালীন সজীব এক দোকান থেকে আশি হাজার টাকা চুরি করে। এ ঘটনায় তার পিতা-মাতা ওই টাকা ফেরতসহ জরিমানা দিয়ে সজিবকে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়ি এসে সজীব গ্রামের এক বাড়ি থেকে কবুতর চুরি করে ও অপর এক বাড়ি থেকে, একটি মোবাইল চুরি করে এভাবে সে একের পর এক অপরাধ করে চলেছে।
এছাড়া সজীব এলাকার কিছু চিহ্নিত মাদকসেবী ও দুর্দান্ত প্রকৃতির লোকের সাথে চলাফেরা করে বলে অভিযোগ উঠেছে। এদিকে দাদি হত্যার খুনি সজীব গ্রেফতার হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে পেয়েছে।