যশোরের যুব জনকল্যাণ পার্টির সভাপতি প্রধানমন্ত্রী জন্মদিনের শুভেচ্ছা জানান

আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধান।।
২৮ সেপ্টেম্বর ২০২০ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা'র ৭৪ তম জন্মদিন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর
জ্যেষ্ঠ সন্তান জননেত্রী শেখ হাসিনা, আজকের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশকে তিনি বাংলাদেশের স্বরুপে ফিরিয়েছেন। বাংলাদেশকে তিনি বিশ্ব মানচিত্রে মর্যাদার আসনে সুপ্রতিষ্ঠিত করেছেন।তিনি বাঙালির মর্যাদা বাড়িয়েছেন, একজন বাঙালি হিসেবে আমি ও আমরা সমগ্র বাঙালি জাতি মাননীয় নেত্রীর প্রতি আজীবন কৃতজ্ঞ।
মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে সবসময় দোয়া করি,মহান আল্লাহ আমাদের প্রধানমন্ত্রীকে যেন সবসময় সুস্থ রাখেন,নেক হায়াত দান করেন।
শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জব্বার শেখ, সভাপতি বাংলাদেশ যুব জনকল্যাণ পার্টি যশোর জেলা শাখা।