কালকিনিতে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

নানা আয়োজনের মধ্যদিয়ে কালকিনিতে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।
রিপোর্টঃ শেখ লিয়াকত আহম্মেদ।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকীর, দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে কালকিনি উপজেলা ও পৌর আওয়ামীলীগ।
এ উপলক্ষে বুধবার সকাল ৯ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণ, বর্ণাঢ্য আনন্দ র্যালি, আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আওলাদ হোসেন এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. লোকমান হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল বক্তব্য করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান গোলাপ।
বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (৩৪১) ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা বেগম, সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন।
আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল বশার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ সহ কৃষকলীগ, আওয়ামী যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।