সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় নারীসহ ৫ জন নিহত : আহত ১৫

জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে একটি ভ্যানকে চাপা দিলে এক নারীসহ ৫ জন জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।
আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল দশটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার গোজা ব্রীজ এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাটোর বাগতিপাড়া উপজেলার পিছালিয়া গ্রামের উপেন্দ্র নাথের ছেলে পুলিশ পরিদর্শক সতেন্দ্রনাথ। পাবনা চাটমোহর উপজেলার কুমারপাড়া গ্রামের আব্দুল হালিমের স্ত্রী সবুরা খাতুন। সোহাগ ও সালাউদ্দিন নামে দুজনের পুর্নাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি। বাসের টিকিট দেখে নাম শনাক্ত করা হয়েছে। অন্যজনকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়েছে বলে জানা যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি) লুৎফর রহমান জানান, ন্যাশনাল ট্রাভেলস্ এর যাত্রীবাহী একটি বাস রাজশাহী থেকে ঢাকা যাবার পথে উল্লেখিত স্থানে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এ সময় যাত্রীবাহী বাসটি মহাসড়ক থেকে পাশ্বরাস্তায় ছিটকে পড়ে একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ পাঁচজন নিহত হয়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করে।