একাত্তর টেলিভিশন যে একটা অসামাজিক টেলিভিশন সেটা আবারও প্রমাণ দিল।

স্টাফ রিপোর্টার আউয়াল ফকিরঃ
আল্লামা মামুনুল হকের স্ত্রীর ভিডিও হিসেবে যারা একটা ভিডিও প্রচার করতেছেন ওটা দালাল ৭১টিভির ফেইক ভিডিও।
মামুনুল হক সাহেবের স্ত্রী কালো বোরকা পরিহিত অবস্থায় ছিল।
আর যে মহিলা ভিডিও করছে ওটা নেভি কালারের।
আর ৭১টিভিতে যে কল রেকর্ড বের হয়েছে ওটা তাদের বানানো রেকর্ড।
সব কিছু দেখে মনে হচ্ছে এই ঘটনার আগেপিছে সব একাত্তর টিভির হাত রয়েছে।
তারাই হুজুরকে ফাসাতে সরকার পক্ষের লোক দিয়ে নাটক সাজিয়েছে।
তোদের মতো দলাল মিড়িয়া ধ্বংস হউক।
বললেন মাওলানা মাহমুদুল হাসান মর্তেজা মাদারীপুরী।