গোপালগঞ্জের মুকসুদপুরে স্বপ্নসারথির ফ্রি সবজি বিতরন

প্রতিবেদক : মোঃ রফিকুল ইসলাম,
এত বড় একটা প্রাকৃতিক দুর্যোগ যাচ্ছে (করোনা ভাইরাস)
আর স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসারথি ফাউন্ডেশন জনগণের পাশে এসে দাঁড়াবে না সেটা কি হয় ?
আপনি যদি প্রশ্ন করে থাকেন তাহলে আপনার প্রশ্নের উত্তর - না..
হ্যাঁ মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন সারথি ফাউন্ডেশন মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তাদের স্বল্প সাধ্যের মধ্যে । গতকাল গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার চারটি গ্রামে স্বপ্ন সারথি ফাউন্ডেশন তিন ধরনের সবজি (ঢেঁড়স ৪০ কেজি,কুমড়া ৪০ পিছ এবং বেগুন ৪ বস্তা)বিতরন করেছেন । চারটি স্পট হলো :
১! বাঁশবাড়িয়া
২! ঝুটিগ্রাম
৩ ! খান্জাপুর এবং
৪! বামন পাড়া ।
সবজি বিতরণ প্রসঙ্গে স্বপ্নসারথি ফাউন্ডেশনের সহ-সভাপতি জনাব ইমরান মাহমুদ বলেছেন : এই স্পটগুলোতে অনেক মানুষই সবজি না পেয়ে ফিরে গেছেন ।
কারন : "আমাদের ফান্ড কম তাই স্বল্প সাধ্যের মধ্যে যতটুকু পেরেছি আমরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছি তবে, সরকারের বা সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে স্বপ্নসারথি ভবিষ্যতে অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ"..
এ মহৎ উদ্যোগ প্রসঙ্গে উক্ত সংগঠনের সম্মানিত উপদেষ্টা সাহেব "জনাব শাহীন আলম" শুভকামনা জানিয়ে বলেছেন : "স্বপ্নসারথি আসলে একটি স্বপ্নের পথচলা, একঝাঁক উদ্যোগী ও পরোপকারী তরুণ-তরুণীরা এখানে কাজ করে । তোমরা সামনে এগিয়ে যাও, আমার দোয়া ও শুভকামনা সবসময়ই তোমাদের সাথে থাকবে"..
এখানে উল্লেখ্য : বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা ভাইরাস করোনার ভয়ে সাধারণ মানুষ যখন আতঙ্কিত হয়ে ঘরে বন্দি অবস্থায় জীবন-যাপন করতেছে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে স্বপ্নসারথি ফাউন্ডেশন এমন সাহসী পদক্ষেপ নিয়েছে ।