নিজস্ব অর্থায়নে পৌরছাত্রলীগ বাড়ী-বাড়ী পৌছে দিচ্ছে সব্জী,কাঁচা তরকারি।

মনা,বেনাপোল,যশোর,প্রতিনিধিঃ
বেনাপোল পৌর ছাত্রলীগের নিজস্ব অর্থায়নে এবং নিজেদের উদ্যোগে এবার চাল-ডাল এর পাশাপাশি বাড়ী-বাড়ী পৌছে দিচ্ছে সব্জী/কাঁচা তরকারি। করোনা ভাইরাস থেকে রক্ষা, পেতে সরকারি নির্দেশনায় ঘরে অবস্থান করতে হচ্ছে সকলকে।
উচ্চ-মধ্যবিত্ত,মধ্যবিত্ত,নিন্ম-মধ্যবিত্ত এবং শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কর্মহীন হয়ে ঘরবন্দি হয়ে পড়েছেন। মানুষের মৌলিক এবং নিত্য-প্রয়োজনীয় চাহিদা পূরনে পারছেন না বাড়ীর বাহির হতে। এ সকল ঘরবন্দি মানুষের সাহায্যার্থে বেনাপোল পৌর ছাত্রলীগ আজ শনিবার(১৮ এপ্রিল) সকালে সকল শ্রেণী পেশার মানুষের বাড়ী-বাড়ী গিয়ে সব্জী/কাঁচা তরকারি বিতরন করে। প্রত্যেক পরিবারের জন্য লাউ-১টি,ভেন্ডি-১কেজি,উস্তে-১কেজি,পটল-১কেজি,টমেটো-১কেজি এবং কাঁচা ঝাল-৫০০গ্রাম করে দেওয়া হয়। তাদের কর্মসুচীর আজকের এলাকার মধ্যে ছিল-বেনাপোল পোর্টথানাধীন দুর্গাপুর এবং ভবারবেড় গ্রাম। এ দুই গ্রামের প্রায় ১৫০ জন পরিবারের মধ্যে সব্জীগুলি পৌছে দেওয়া হয়। সব্জী বিতরনকালীন সময় পৌর ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি-আল মামুন জোয়ার্দ্দার,সহ-সভাপতি-শহীদুল ইসলাম এবং মিরাজ হোসেন। সাংগঠনিক সম্পাদক-ফয়জুল্লাহ মোড়ল, সদস্য-সিফাত উল্লাহ,জিন্নাতুল আল জিসান,মাহবু্ব,মিকতানুর রহমান রাজ,মেহেদী হাসান অরেঞ্জ। এছাড়াও ২নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি/সাধারন সম্পাদক সহ সদস্য-কাফি রহমান,এরশাদ,নয়ন,জসিম,ইয়ানুর রহমান মধু সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ। ৬নং ভবারবেড় ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি-মো:মাসুদ রানা,সাধারন সম্পাদক-মারুফ হোসেন দিপু সহ অন্যান্য ছাত্রলীগ নেতা-কর্মীবৃন্দ। সম্পূর্ণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক-ইকবাল হোসেন রাসেল। এ সময় তার সাথে সহযোগীতা করেন-সমাজ সেবা বিষয়ক সম্পাদক-আওয়াল হোসেন,সদস্য-আরিফ হোসেন রুবেল এবং সুমন মাহমুদ।