ঝিনাইদহ এ্যাড: আসাদুজ্জামানের সহযোগীতায় শৈলকুপার বিভিন্ন স্থানে নিম্ন আয়ের কর্মহীন মানুষের মাঝে ত্রান বিতরণ।

 প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ০২:০০ অপরাহ্ন   |   জনদুর্ভোগ


খোন্দকার আব্দুল্লাহ বাশার, জেলা প্রতিনিধি ঝিনাইদহ। 



 কেন্দ্রীয় বিএনপির মানবাধীবকার বিষয়ক সম্পাদক এ্যাড: আসাদুজ্জামানের সহযোগীতায় ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকা সহ ১৪টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিম্ন আয়ের কর্মহীন মানুষের  মাঝে ত্রান বিতরন করা হয়েছে। শৈলকুপা থানা বিএনপি,পৌর বিএনপি,১৪টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে করোনার প্রভাবে ঘরবন্দী দুঃস্থ, অসহায়, কর্মহীন মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ৮ টায় শারীরিক দুরত্ব বজায় রেখে স্থানীয় কবিরপুর নতুন ব্রীজ সহ বিভিন্ন এলাকার ১৫ শতাধীক  দুস্থ, অসহায় কর্মহীন মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এছাড়া ইতিপূর্বে উপজেলার ১৪ টি ইউনিয়নের ১৫ শতাধীক  দুস্থ, অসহায়, কর্মহীন মানুষের মাঝেও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বলে জানা যায়।

এসব ত্রান বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক এ্যড: মশিউর রহমান, সদস্য সচিব আব্দুল মজিদ,যুগ্ন আহ্বায়ক আক্তারুজ্জামান,কামাল আজাদ পান্নূ ,জাহিদুজ্জামান মনা,শৈলকুপা উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন,সাবেক মেয়র খলিলুর রহমান,যুগ্ন আহ্বায়ক হুমায়ন বাবর ফিরোজ,মনিরুল ইসলাম হিটু, রাকিবুল ইসলাম খান দিপু,সাহেব আলী ,বাবলুর রহমান,পৌর বিএনপির আহ্বায়ক আবু তালেব,যুগ্ন আহ্বায়ক সেলিম রেজা ঠান্ডু, কাউন্সিলর আবুল কালাম,্কাউন্সিলর আব্দুল হান্নান , জামাল উদ্দিন,ছাত্রদল নেতা আবু খায়ের ,আবু জাহিদ চৌধুরী প্রমুখ।

জনদুর্ভোগ এর আরও খবর: