১২৭ জন দু:স্থদের মাঝে চাল-ডাল বিতরণ করেন বাগআঁচড়া ইউনিয়ন চেয়ারম্যান বকুল।

মনা বেনাপোল যশোর প্রতিনিধিঃ
দেশে চলছে লকডাউন কর্মসুচী,কোভিড-১৯,করোনার হাত থেকে রক্ষা করতে সমগ্র দেশে সরকার এ নির্দেশনা জারী করেছে। প্রত্যেকেই ঘরে অবস্থান করতে হবে। এ অবস্থায় সকল শ্রেণী পেশার মানুষ পড়েছেন বিপাকে। বিশেষ করে দিনমুজুর এবং নিন্ম আয়ের মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকারের পাশাপাশি ব্যাক্তি, প্রতিষ্ঠান,রাজনৈতিকদল এবং ছোট-বড় সামাজিক সংগঠনগুলো এ সকল অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছে। বুধবার(২২ এপ্রিল) বিকালে যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান-ইলিয়াছ কবির বকুল তার নিজ অর্থায়নে ১২৭জন অসহায় এবং দু:স্থদের মাঝে চাল-ডাল বিতরন করেছেন। ঐ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে এই খাদ্য-দ্রব্য বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন, বাগআঁচড় ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক একবাল হাসান তুতুল, বাগআঁচড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন, আলমগীর মেম্বর, আরিনা খাতুন মেম্বর, কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু প্রমুখ। খাদ্য-দ্রব্য বিতরন কালে ইলিয়াছ কবির বকুল বলেন,দীর্ঘদিন বন্ধ থাকার কারনে মানুষ কর্মহীন হয়ে পড়েছে, পরিস্থিতি মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী খাদ্য সামগ্রী বিতরন কর্মসূচী, স্বাস্থ্য ব্যবস্থাপনা, জনসচেতনতামুলক বিভিন্ন কার্যক্রম চালু রেখেছেন। সরকারের পাশাপাশি আমরা সমাজে যারা একটু সচ্চল আছি,আমার মনে হয় এই মুহুর্তে একটু এগিয়ে আসা উচিৎ। সরকারের নির্দেশনা ও সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরন কার্যক্রম শুরু করা হয়।