আজ দুপুরে ১১০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় নিসর্গ।

 প্রকাশ: ০৩ জুন ২০২০, ০৭:৪১ অপরাহ্ন   |   জনদুর্ভোগ


লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃশরিফ হোসেন 


আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় নিসর্গ ভারতের মহারাষ্ট্র ও গুজরাট উপকূলের দিকে ধেয়ে আসছে।


ঘূর্ণিঝড়টি আজ বুধবার (৩ মে) দুপুরে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের উপকূলে ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। 


করোনাভাইরাসের সংক্রমণে ভুগতে থাকা মুম্বাই একশ বছরের মধ্যে এই প্রথম ঘূর্ণিঝড়ের কবলে পড়তে যাচ্ছে। খবর এনডিটিভির


ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১২ ঘণ্টায় ঘূর্ণিঝড়টি ‘অতি ভারী সুপার সাইক্লোনে’ পরিণত হয়ে ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে। ইতোমধ্যে থানে, রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গ এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে।


মহারাষ্ট্র এবং গুজরাট উপকূলবর্তী সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৩০টি দল নামানো হয়েছে। প্রতিটি দলে রয়েছেন ৪৫ জন করে কর্মী। অতিরিক্ত ৫টি দল পাঠানোর অনুরোধ করা হয়েছে গুজরাটের পক্ষ থেকে।


মৎস্যজীবী ও পণ্যবাহী জাহাজগুলোকে বন্দরে ফেরার ব্যাপারে সতর্ক করা জন্য ভারতীয় উপকূল বাহিনী জাহাজ ও বিমান মোতায়েন করেছে।

জনদুর্ভোগ এর আরও খবর: